তরুণীকে অপহরণ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



সাতক্ষীরার শ্যামনগরে খালুর বাড়িতে গিয়ে এক তরুণীকে অপহরণের ঘটনায় যুব নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে উপজেলার গোমন্তলী এলাকার একটি চিংড়ি ঘের থেকে তাদের আটক করা হয়। এসময় অপহৃত তরুণীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জাকারিয়া হাসান (২৬) ও মাসুম বিল্লাহ (২৩)। জাকারিয়া সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আর মাসুম শ্যামনগর উপজেলা সদরের মাজত গ্রামের বাসিন্দা।

শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, উদ্ধারকৃত তরুণী শ্যামনগরের রামজীবনপুরে খালুর বাড়িতে বেড়াতে আসেন। রোববার সন্ধ্যায় সে বাড়ির সামনের রাস্তায় বের হলে সাকিব, জাকারিয়া ও মাসুমের নেতৃত্বে সাত-আটজন তাকে অপহরণ করে। একপর্যায়ে অপহরণকারীরা মেয়েটির মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানতে পেরে পুলিশ প্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে দুই অপহরণকারীকে আটক করে। এসময় ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ভুক্তভোগী তরুণী তিনজনের নাম উল্লেখ করে সাত-আটজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। পলাতক সাকিবসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত দুজনকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে গত ৫ আগস্ট শ্যামনগর থানায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে যুবদল নেতা জাকারিয়াকে থানার গেটে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

  • অপহরণ
  • গ্রেফতার
  • যুবতী
  • যুব নেতা
  • শ্যামনগর
  • সাতক্ষীরা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।