বাগেরহাটে গণপিটুনিতে মামলার আসামি নিহত – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



বাগেরহাটের কচুয়ায় স্থানীয়দের গণপিটুনিতে একাধিক মামলার আসামি রাসেল শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে জেলার কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল শেখ চন্দ্রপাড়া গ্রামের মৃত আজিজ শেখের ছেলে। এসময় তার সাথে থাকা একই গ্রামের সেলিম শেখের ছেলে রাজিব শেখ (৩২) আহত হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, নিহত রাসেলের নামে চুরি, ছিনতাই, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের ১৩টি মামলা রয়েছে। ওইদিন বিকেলে রাসেল একই এলাকার মাহিদের কাছ থেকে টাকা আদায় করতে গেলে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক নারীকে উত্ত্যক্ত করতে থাকে। ওই নারীর চিৎকারে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে রাসেল ও রাজিবকে মারধর করে। পরে সন্ধ্যায় তাদের উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

  • অভিযুক্ত
  • গণহত্যা
  • নিহত
  • বাগেরহাট
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।