ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহিনুর আখতারের আদালতে আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) মডেল তিন্নি হত্যা মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে।
এর আগে, ২০১৬ সালের ২৭ জুলাই সপ্তম অতিরিক্ত জেলা আদালতে মামলার বিচারকাজ সম্পন্ন হয় এবং ওই বছরের ৩১ আগস্ট মামলার রায়ের দিন ধার্য করা হয়। কিন্তু নির্ধারিত তারিখে এবং পরে দেওয়া ঊনচল্লিশটি তারিখে রায় দেওয়া হয়নি। গত আগস্টে মামলাটি দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহিনুর আখতারের আদালতে স্থানান্তর করা হয়।
গত বছরের ১৪ অক্টোবর এ মামলার রায় হওয়ার কথা থাকলেও ওই তারিখে রায় দেওয়া হয়নি। পরে মামলার রায়ের দিন ধার্য করা হয় ১৪ জানুয়ারি।