প্রতীকী ছবি
কুষ্টিয়ার মিরপুরে আল আমিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন মিরপুর উপজেলার পশ্চিম রানাখড়িয়া গ্রামের মো. রবিউল সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে আল আমিন দুই কেজি গরুর মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে পশ্চিম রানাখড়িয়া গ্রামের ইয়ার উদ্দিনের ছেলে মো. আসাদুল (৫১), একই গ্রামের মো. আসাদুলের ছেলে মো. আকাশ (২৬) ও তার ভাই মো. আকুল (২২) অতর্কিতভাবে হামলা করে। তাদের হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর জখম হন আল আমিন।পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।