ভারত ও যুক্তরাষ্ট্র দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন চায় বলে জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেত্তি। তার মতে, গণতন্ত্র ও নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় খুলতে সহায়ক হবে।
ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউওআইএনকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এরিক গারসেত্তি বলেন, আমরা উভয়ই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চাই। এবং এটি বাংলাদেশে নতুন অধ্যায় খুলতে সহায়তা করবে।
এর মাধ্যমে দিল্লিস্থ মার্কিন রাষ্ট্রদূত এবারই প্রথমবারের মতো বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলেছেন। তিনি আরও বলেন, আমি মনে করি ভারত এবং যুক্তরাষ্ট্র একটি নীতিতে বিশ্বাস করে। সেটি হলো উভয়ই শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া দেখতে চায়। এ দুই দেশ এ মুহূর্তে সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে কাজ করছে।
এছাড়া সাক্ষাৎকারী বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে প্রশ্ন করেন। জবাবে এই কূটনীতিক বলেন, আমরা স্পষ্ট করে বলেছি, হোক সেটি বাংলাদেশ বা পৃথিবীর অন্য যে কোনো দেশ-ধর্মীয় সংখ্যালঘুরা যেন কখনো নির্যাতনের শিকার না হয়।