বলিউড অভিনেতা নবাব সাইফ আলি খান গত বুধবার গভীর রাতে নিজের বাসায় এক দুষ্কৃতকারীর আঘাতে আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে শয্যাশায়ী। এ হামলার সময় স্ত্রী কারিনা কাপুর বাসায় ছিলেন না। তিনি ছিলেন তার বোন অভিনেত্রী কারিশমা কাপুরের বাসায়। কিন্তু কারিনা স্বামীর আক্রান্ত হওয়ার খবর পেয়েই ছুটে যান বাসায়। এদিকে দুই সন্তানকে নিয়ে বোন কারিশমা কাপুরের বাসায় আশ্রয় নিয়েছেন কারিনা কাপুর।
বৃহস্পতিবার সাইফ আলি খানের অস্ত্রোপচারের আগেই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন কারিনা কাপুর। এ সময় বাবাকে দেখতে আসেন সারা আলি খান ও ইব্রাহিমও। হাসপাতালে দেখা যায় বোনজামাই সোহা আলি ও কুণাল খেমুকে। হামলার খবর পেয়ে এদিন সকালেই হাসপাতালে ছুটে যান অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট। সন্ধ্যায় ছেলেকে দেখতে হাসপাতালে ছুটে যান অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
এ ঘটনার জেরে বিটাউনেও আতঙ্কের ছায়া। এ নিয়ে গর্জে উঠেছেন অভিনেত্রী রুবিনা ট্যান্ডন, ইমতিয়াজ আলি, কারিশমা কাপুর, তামান্না ভাটিয়াসহ একাধিক তারকা। তাই দুই সন্তানকে নিয়ে বোন কারিশমা কাপুরের বাসায় আশ্রয় নিয়েছেন কারিনা কাপুর।