সহজে যাকাত প্রদানে অ্যাপ চালু করেছে যাকাত বোর্ড

Featured Image
PC Timer Logo
Main Logo

ঢাকা: সহজে যাকাত প্রদানে অ্যাপ্লিকিশেন সফটওয়্যার চালু করেছে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বোর্ড। এটি ব্যবহার করে ঘরে বসেই অনলাইনে যাকাত দেওয়া যাবে। দেশের বাইরে অবস্থানরত প্রবাসীরাও এ অ্যাপ্লিকিশেন ব্যবহার করে যাকাত প্রদান করতে পারবেন। এর মাধ্যমে যাকাত প্রদানের সঙ্গে সঙ্গে যাকাত প্রদানকারীকে রশিদ ও সার্টিফিকেট প্রদান করা হবে; যা তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা যাবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

উল্লেখ্য, সরকারি এ যাকাত ফান্ডে যাকাত প্রদানকারীর অর্থ সম্পূর্ণ আয়কর মুক্ত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, https://ezakat.gov.bd/ শীর্ষক ওয়েবসাইটে প্রবেশ করে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এছাড়া যাকাত ফান্ড পরিচালনা পদ্ধতি ও নীতিমালা, যাকাত প্রদানের নিয়মাবলী, যাকাতের নিসাব, যাকাতের সংগ্রহ ও বন্টন নীতিমালা, যাকাত বন্টনের নির্ধারিত খাত, যাকাত গণনার নিয়মসহ যাকাত সম্পর্কিত যে কোন তথ্য এই অ্যাপ্লিকিশেন সফটওয়্যার ব্যবহার করে জানা যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত অন্যতম। স্বাধীন, র্পূণবয়স্ক মুসলিম নর-নারীর কাছ েনিসাব পরিমাণ সম্পদ থাকলে কতিপয় শর্তসাপেক্ষে তার উপর যাকাত ফরজ হয়ে থাকে। পরিকল্পিতভাবে যাকাত প্রদান করলে সমাজ, দেশ, জাতি ও রাষ্ট্র ও বিশ্ব দারিদ্র্মুক্ত হবে।

এ প্রেক্ষিতে দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে সকল ব্যবসায়ী শিল্পপতি ও বিত্তবান মুসলমিকে দুঃস্থ ও অসহায় মুসলিমদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বীকরণ ও দারিদ্র বিমোচনে যাকাত অ্যাপ ব্যবহার করে যাকাত প্রদানের জন্য যাকাত বোর্ডের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

banglanewsbdhub/আরএস

ইসলামিক ফাউন্ডেশন
যাকাত অ্যাপ
যাকাত বোর্ড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।