সাইফকে আক্রমণকারী বাংলাদেশি: দাবি মুম্বাই পুলিশের

Featured Image
PC Timer Logo
Main Logo

বলিউড তারকা সাইফ আলি খানের ওপর ছুরিকাঘাতের ঘটনায় একের পর নতুন তথ্য সামনে আসছে। সবশেষ হলো, মুম্বাই পুলিশের দাবি সাইফের ওপর আক্রমণকারী একজন বাংলাদেশি। তিনি নাম পরিবর্তন করে ভারতে বসবাস করছিলেন।

রোববার (১৯ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে মুম্বাই পুলিশ। বান্দ্রা থেকে ৩০ বছর বয়সী মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামের ব্যক্তিকে গ্রেফতার করেছে তারা।

মুম্বাই পুলিশ জানিয়েছে, সাইফ আলি খানের হামলাকারী ভারতে ঢোকার পর নাম বদলে বিজয় দাস রেখেছিলো। ডিসিপি দীক্ষিত গেদাম জানিয়েছেন, ‘অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর সে নিজের নাম পরিবর্তন করে। তিনি বিজয় দাস হিসাবে নিজেকে পরিচয় দিয়েছে। ৫-৬ মাস আগে মুম্বাই আসেন তিনি। অভিযুক্ত একটি হাউসকিপিং অ্যাজেন্সিতে কাজ করতেন।’

অভিযুক্তর কাজ থেকে মিলেছে ভুয়া নথিপত্র। তিনি ভারতীয় বলে দাবি করেছেন, কিন্তু পরিচয়পত্র দেখাতে পারেননি।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশ্য নিয়েই সাইফের বাড়িতে প্রবেশ করে সে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশকর্তা জানান, প্রথমবারই বান্দ্রার ওই বহুতলে প্রবেশ করে শরিফুল।

মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে দ্রুতই আদালতে হাজির করা হবে। পুলিশের ভাষ্যমতে, ‘ওর কাছে কোনও ভারতীয় নথি নেই। যা কিছু বাজেয়াপ্ত করা হয়েছে সেটা ইঙ্গিত করে সে বাংলাদেশি নাগরিক। বিজয় দাস ছদ্মনাম হিসেবে ব্যবহার করতো সে।’

গেল ১৬ জানুয়ারি রাত ২টা নাগাদ সাইফের বান্দ্রার বাড়িতে ঢুকে পড়ে অজ্ঞাত এই ব্যক্তি। ছেলের ঘর থেকে আওয়াজ শুনে উঠে পড়েন তিনি। এরপর আক্রমণকারীকে আটকাতে গেলে ৬ বার ছুরিকাঘাতে আহত হন। লীলাবতি হাসপাতালে অস্ত্রোপচারের পর একদিন আইসিইউতে রাখা হয়েছিল তাকে। দু’একদিনের মধ্যে তিনি বাড়ি ফিরবেন।

banglanewsbdhub/এজেডএস

আক্রমণকারী
বাংলাদেশি
মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ
সাইফ আলী খান

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।