চার দিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



ছবি : ড. মুহাম্মদ ইউনূস

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দি‌তে সোমবার (২০ জানুয়া‌রি) দিবাগত রাতে চার দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আগামী ২৪ জানুয়ারি সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরে আসবেন।

সফরে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকসহ নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্টরা যাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

সফরকালে দাভোসে ফোরামের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড ছাড়াও কয়েকটি সংস্থার প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান ও উদ্যোক্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি।

পাশাপাশি ফেসবুকের প্রধান প্রতিষ্ঠান মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগের সঙ্গে বৈঠকের কথা আছে। এছাড়া ফোরামে বাংলাদেশ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ডায়ালগ অনুষ্ঠিত হবে।

 

  • ড. ইউনূস
  • সফর
  • সুইজারল্যান্ড
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।