আবদুল হক (বাঁয়ে) ও মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, ছবি : সংগৃহীত
সিলেটের পর এবার সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অধিকাংশ পদে জয় পেয়েছেন দেখিয়েছেন আওয়ামী লীগপন্থি আইনজীবীরা। সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে হারলেও ১১টি সম্পাদকীয় পদের মধ্যে ৭টিতেই আওয়ামীপন্থিরা বিজয়ী হয়েছে। দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
রোববার (১৯ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল হক। তিনি পেয়েছেন ১৭৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ ১৩৭ ভোট, অ্যাডভোকেট রবিউল লেইছ ৫৭ ভোট, অ্যাডভোকেট মো. বদর উদ্দিন ১৬ ভোট।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল। তিনি পেয়েছেন ২৫০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট হুমায়ুন কবীর পেয়েছেন ১৩১ ভোট।
তিনি পেয়েছেন ২৫০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি পন্থী আইনজীবী হুমায়ুন কবির পেয়েছেন ১৩১ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট আজাদুল ইসলাম রতন।
এদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এএসএম মাহমুদুল হাসান। তিনি পেয়েছেন ১৮৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা আবুল বাশার পেয়েছেন ১৭৬ ভোট।
এছাড়া সহ-সাধারন সম্পাদক পদে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়েল আবেদীন, পাঠাগার সম্পাদক পদে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আইন সম্পাদক মুসফিকুর রহমান পীর, সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-আইন সম্পাদক ফরহাদ উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আকিক মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ূন কবির ৩২৭ ভোট, অ্যাডভোকেট মো. সাইদুর রহমান তালুকদার ৩০৯ ভোট, অ্যাডভোকেট মো. জুলহাস মিয়া ২৭২ ভোট, অ্যাডভোকেট মো. আফিজ মিয়া ২৫৪ ভোট, অ্যাডভোকেট রজত কান্তি সরকার ২৩৬ ভোট। সদস্য পদে নির্বাচিত সাইদুর রহমান তালুকদার ও রজত কান্তি সরকার সুনামগঞ্জের আওয়ামী লীগ নেতা।