ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১০ জনের দল নিয়ে খেলেছে সিলেট!

Featured Image
PC Timer Logo
Main Logo

একাদশ বিপিএলে নিজেদের প্রথম আট ম্যাচে এক জয় পাওয়া ঢাকা ক্যাপিটালস আজ নবম ম্যাচ খেলতে নেমে দ্বিতীয় জয় পেয়েছে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ৬ রানে জিতেছে ঢাকা। আগে ব্যাট করে ১৯৬ রান তুলেছিল ঢাকা। পরে সিলেট থেমেছে ১৯০ রানে। এই ম্যাচে মূলত ১০ ক্রিকেটার নিয়ে খেলেছে সিলেট!

সিলেটের একাদশে থাকা পেসার আল-আমিন হোসেন বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং কিছুই করতে পারেননি! দুর্ভাগ্যজনক কারণেই এমনটা ঘটেছে।

ম্যাচে টসের পর সাধারণত হালকা অনুশীলন করেন ক্রিকেটাররা। সিলেটের ক্রিকেটাররাও আজ টসের পর হালকা অনুশীলন করছিলেন। সেই সময়ে ডান হাতের আঙুলে চোট পান সিলেটের অভিজ্ঞ পেসার আল-আমিন। চোট এতোটাই গুরুত্বর ছিল যে মাঠে নামতে পারেননি আল-আমিন।

চোট পাওয়ার পর একজন চিকিৎসকের সঙ্গে কথা বলা হয়। তারপর আল-আমিনের বদলে একাদশে অন্য ক্রিকেটার নিতে প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালসের কাছে আবেদন করে সিলেট স্ট্রাইকার্স। কিন্তু ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা তাতে রাজি হননি। এসব ক্ষেত্রে প্রতিপক্ষ অধিনায়কের সিদ্ধান্তই চূড়ান্ত। ফলে ১০ জনের দল নিয়েই আজ খেলতে হয়েছে সিলেটকে। অবশ্য আল-আমিনের বদলি ফিল্ডার নিতে পেরেছে সিলেট।

ঘটনার বর্ণনা দিয়ে সিলেটের এক কর্মকর্তা বলেন, ‘টসের পর একাদশের খেলোয়াড়দের যে ওয়ার্মআপ হয়, তখন আল-আমিন চোটে পড়েন। এরপর বিসিবির মেডিকেল বিভাগের চিকিৎসককে ডাকা হয়েছে। দেখা গেছে, আল-আমিন যে হাতে বল করেন সেই হাত ফুলে গেছে। এরপর ওই চিকিৎসকসহ গিয়ে প্রতিপক্ষকে আমরা একাদশে পরিবর্তন আনার অনুরোধ করেছি। তবে থিসারা রাজী হননি।’

আল-আমিনের চোটে ম্যাচে একজন বোলারের অনুপস্থিতিটা ভালোভাবেই টের পেয়েছে সিলেট। নিয়মিত চার বোলারের পাশাপাশি আরিফুল হক, সামিউল্লাহ শিনওয়ারিদেরও বোলিং করতে হয়েছে। অ্যারন জোন্সকেও দেখা গেছে বোলিং করতে। এসবের সুযোগ নিয়েই শেষ ৬ ওভারে ৯৫ রান তুলেছিলেন ঢাকার ব্যাটাররা।

banglanewsbdhub/এসএইচএস

আল আমিন হোসেন
ঢাকা ক্যাপিটালস
বিপিএল ২০২৫
সিলেট স্ট্রাইকার্স

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।