জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভেতর থেকে মাহফুজুর রহমান রাজু নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।বুধবার সকালে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভেতরের একটি সড়কের পাশে তাঁর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজন ও কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কর্তৃপক্ষ জানায়, পানির পাম্পে চুক্তিভিত্তিক শ্রমিক মাহফুজুর রহমান রাজু গতকাল সন্ধ্যায় কাজ শেষে রাতে আর বাসায় ফেরেনি। স্বজনেরা তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করেও কোনো যোগাযোগ করতে পারিনি। পরবর্তীতে আজ সকালে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের ভেতরের একটি সড়কের পাশে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পায়। প্রথমে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজনদের দাবি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন নিহতের একটি চা দোকান নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর ঝামেলা চলছিল।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তারা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।