চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জঙ্গল থেকে অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ছড়ারকুল বালুরটাল এলাকার রেললাইন থেকে কিছুটা দূরে জঙ্গলে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গলে পোড়ানো এক নারীর অর্ধগলিত মরদেহ দেখে স্থানীয়রা সরকারি জরুরি সেবা ৯৯৯ কল দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক উনোমং মারমা জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। তবে পরিচয় পাওয়া যায়নি। নারীকে এমনভাবে পুড়েছে, তার চেহারাটাও বোঝা সম্ভব নয়।
এসআই উনোমং মারমা আরও বলেন, ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে হয়ত তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।