গাইবান্ধায় ৫ কেজি গাঁজাসহ ৫ জন গ্রেফতার

Featured Image
PC Timer Logo
Main Logo

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৫ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদেরকে মাদক আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের সিংহডাঙা নামক স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহানুর রহমান জানান, সিংহডাঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল ইসলাম (২৭) রমজান আলী (৩৮) নাজমুল মিয়া নাজু (২৬) ও আল আমিনকে (২০) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, একই মহাসড়কের আতিকের ভাটা এলাকায় যাত্রবাহী বাসে তল্লাশি চালিয়ে দেড় কেজি গাঁজাসহ লিমন ইসলাম লেবু (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

বাংলানিউজবিডিহাব/এসআর

গাইবান্ধা
গাঁজাসহ গ্রেফতার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।