পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে বিপিএল মাতানো দুই তারকা

Featured Image
PC Timer Logo
Main Logo

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পেয়েছেন খুশদিল ও ফাহিম (ডানে)।

সর্বশেষ দল হিসেবে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে স্বাগতিক পাকিস্তান। গত ১৫ জানুয়ারির মধ্যেই আইসিসিতে খেলোয়াড়দের তালিকা পাঠালেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল আজ (শুক্রবার) সন্ধ্যায়। পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাতানো দুই পাকিস্তানি তারকা খুশদিল শাহ ও ফাহিম আশরাফ।

এবারের বিপিএলে খুশদিল খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। অবশ্য মাঝপথে বিপিএল ছেড়েছেন জাতীয় দলের ডাকে ফিরে  তবে যাওয়ার আগে রংপুরের অনবদ্য জয়যাত্রায় অবদান রেখেছেন ব্যাটে-বলে দুই বিভাগেই। ১০ ম্যাচে ২ ফিফটিতে ২৯৮ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ১৭টি। সর্বশেষ ২০২৩ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এই অলরাউন্ডার।

ফরচুন বরিশালের জার্সিতে এবারের বিপিএল মাতাচ্ছেন ফাহিম আশরাফ। ইতোমধ্যে ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি এই ডানহাতি পেসার। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে করেছেন নিজের সেরা বোলিংটা, মাত্র ৭ রানে নিয়েছেন পাঁচ উইকেট। আর ব্যাট হাতে পাঁচ ইনিংসে করেছেন ১০২ রান। এই অলরাউন্ডারও সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০২৩ সালে। তাদের সাথে বিপিএলে পারফর্ম করে জায়গা পেয়েছেন ওপেনার উসমান খানও।

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ সাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, সালমান আলী আঘা, উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ ও শাহীন শাহ আফ্রিদি।

banglanewsbdhub/জেটি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি
খুশদিল শাহ
পাকিস্তান জাতীয় ক্রিকেট দল
ফাহিম আশরাফ
বিপিএল ২০২৫

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।