আইসিইউতে লালনকন্যা ফরিদা পারভীন – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লালনকন্যাখ্যাত বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। তাকে আইসিইউতে রাখা হয়েছে। খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন এই শিল্পীর স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম।

তিনি জানান, শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। গাজী আবদুল হাকিম জানান, ফরিদা পারভীনকে এখন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। তার ফুসফুসে পানি জমেছে। এ ছাড়া আরও কয়েকটি জটিলতা রয়েছে। ইউনিভার্সেল মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন তিনি।

ইউনিভার্সেল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী শিল্পীর সর্বশেষ অবস্থা প্রসঙ্গে বলেন, তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি ভোরে ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে আইসিইউতে রাখা হয়েছে তাকে। তার ফুসফুস আক্রান্ত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত কিছু সমস্যা রয়েছে। বর্তমানে বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি। তার অবস্থা কিছুটা জটিল। আমরা ডায়ালাইসিসের পরামর্শ দিয়েছি। এখন দেখা যাক।

 

  • আইসিইউ
  • ফরিদা পারভীন
  • লালনকন্যা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।