প্রতীকী ছবি
মাদারীপুরের ডাসারে মো. আজিজ হাওলাদার (৬০) নামে এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামূসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের গ্রামীণ সড়কের ওপর থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। তবে পাওনা টাকা ফেরত চাওয়ায় ব্যবসায়ী আজিজ হাওলাদারকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের পরিবার।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামের রহিম উদ্দীন হাওলাদারের ব্যবসায়ী ছেলে আজিজ হাওলাদার প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকেলে তার দোকান খোলার উদ্দেশে নিজ বাড়ি থেকে বেড় হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। লোকজন নিহতের গ্রামের একটি গ্রামীণ সড়কের উপরে আজিজ হাওলাদারের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
নিহতের স্ত্রী সাহিদা বেগম কান্না জরিত কণ্ঠে বলেন, আমার স্বামী স্থানীয় বেশ কিছু লোকজনের কাছে টাকা পায়। আমাদের ধারণা ওই পাওনা টাকা ফেরত চাওয়ায় কেবা-কাহার তাকে হত্যা করে ফেলে রেখেছে। তাই আমরা হত্যাকারীদের বিচার চাই।
ব্যাপারে ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ওই ব্যবসায়ীর সঙ্গে অনেকের টাকা পয়সার লেনদেন রয়েছে বলে পরিবার জানিয়েছেন।