তিতুমীরকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে অনশনে সন্তান, গর্বিত বাবা

Featured Image
PC Timer Logo
Main Logo

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বেল্লাল হাসান তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনশন করে যাচ্ছেন। কলেজের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নিতে হয়। বেল্লালের বাবা, মো. মিলন হাসান, ছেলের এই সিদ্ধান্তকে গর্বের সঙ্গে গ্রহণ করেছেন।

প্রতিদিনই ছেলেকে দেখতে আসেন তিনি। তিনি বলেন, ‘ঢাকার দক্ষিণে দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে—ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কিন্তু উত্তরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। শিক্ষাকে উন্মুক্ত ও বৈষম্যহীন করতে তিতুমীর কলেজকে তিতুমীর বিশ্ববিদ্যালয় করা জরুরি।’

তিনি আরও বলেন, ‘আমার সন্তান একটি ন্যায্য দাবিতে অনশনে বসেছে, আমি তাকে পূর্ণ সমর্থন জানিয়েছি। তার সঙ্গে অনশনরত অন্য শিক্ষার্থীদেরও সমর্থন দিচ্ছি। তিতুমীরের পক্ষ হয়ে আমার ছেলে এই আন্দোলনে আছে, এতে আমি গর্বিত। আশা করি, সরকার বিষয়টির যৌক্তিকতা বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত নেবে।’

শুধু বেল্লাল নয়, অন্যান্য অনশনরত শিক্ষার্থীদের পরিবার‌ও এই ন্যায্য দাবি আদায়ে পাশে রয়েছেন বলে জানান, পাশাপাশি নিয়মিত দেখতে আসছেন তাদের সন্তানদের।

বাংলানিউজবিডিহাব/এমআর/এসএইচএস

সরকারি তিতুমীর কলেজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।