স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩০ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৩
ঢাকা: মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজনীতি করতে চায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি যোগ দেওয়ার পর আদালতের আদেশে নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।
সোমবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে নিবন্ধনপত্র গ্রহণ করেছে দলটি। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ নিবন্ধন সনদ হস্তান্তর করেন । বিডিপি’র নিবন্ধন নম্বর ৫৪ এবং দলীয় প্রতীক ফুলকপি।
নিবন্ধনপত্র গ্রহণ শেষে বিডিপি’র চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন গণমাধ্যমকে জানান, যারা ’৭১ ও ’২৪ এর চেতনাকে ধারণ করবে এবং আরেকটি জুলাইয়ের তৈরি হবে না- এমন দলের সঙ্গে জোট করবে তারা। নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করবে দল।
‘সংস্কার আগে, না নির্বাচন আগে’-এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ন্যূনতম সংস্কার করে এক থেকে দেড় বছরের মধ্যে সংসদ নির্বাচন চান তারা।
উল্লেখ্য এর আগে ২০২২ সালের ২৬ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। কিন্তু ১০ এপ্রিল ২০২৩ সালে নির্বাচন কমিশন তাদের আবেদন নামঞ্জুর করে।
নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৩টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল হয়।
তবে ছাত্র-জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং সর্বশেষ গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।
বাংলানিউজবিডিহাব/এনএল/এসডব্লিউ