চট্টগ্রামে বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে নগরের বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

সড়ক অবরোধকারীরা আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিক। তারা জানান, এক বছর ধরেই শ্রমিকদের বেতন নিয়ে গড়িমসি করছে মালিকপক্ষ। সর্বশেষ তিন মাস ধরে তাঁদের বেতন পরিশোধ করা হচ্ছে না। বেতনের নিশ্চয়তা না পেলে তাঁরা সড়ক ছাড়বেন না।

বেলা ১১টায় সরেজমিন দেখা গেছে, কারখানার সামনে দুই পাশের সড়ক অবরোধ করে রাস্তায় বসে রয়েছেন শ্রমিকেরা। একটি অংশে সড়ক বিভাজকের কাঁটাতার খুলে সেটি সড়কে টানিয়ে দিয়েছেন কিছু শ্রমিক। সড়ক দিয়ে কোনো যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। সড়কের আধা কিলোমিটারজুড়ে অন্তত ৫০০ শ্রমিককে দেখা যায়। শ্রমিকদের অবস্থানের ফলে আশপাশের সড়কগুলো ও আখতারুজ্জামান উড়ালসড়কের দুই নম্বর গেট র‍্যাম্পেও যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের দেখা গেছে।

অবরোধকারীদের একজন মো. রহিম বলেন, বেতন চাইলে একবার বলে ১০ তারিখ দেওয়া হবে, আরেকবার বলে ২০ তারিখ। এভাবেই তিন মাস ধরে চলছে। বেতন না পাওয়ায় পরিবার নিয়ে খুবই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। ফাতেমা বেগম নামের আরেক শ্রমিক বলেন, আমরা ন্যায্য পাওনার জন্য সড়কে নেমেছি। পাওনা আদায়ের নিশ্চয়তা চাই। এরপর সড়ক থেকে যাব।

পোশাক কারখানাটি ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন আহমেদ চৌধুরীর মুঠোফোনে কল করা হয়। তিনি পরিচয় জানার পর সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর আর কল রিসিভ করেননি।

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, বেতনের দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

  • অবরোধ
  • চট্টগ্রাম
  • দাবি
  • পোশাকশ্রমিক
  • বেতন
  • সড়ক
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।