প্রতীকী ছবি
স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারের জের ধরে মৌলভীবাজারের সীমান্ত উপজেলা কমলগঞ্জে মধু মিয়া (৩৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত প্রায় দশটার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের রাজকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মধু মিয়া ওই এলাকার দরুদ মিয়ার ছেলে। তিনি দিনমজুরি করে সংসার চালাতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন। তিনি জানান, একই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দিলিপ নামের এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল মধ্য মিয়ার। ঘটনার রাতে কথা-কাটাকাটির এক পর্যায়ে দিলিপসহ ৫ থেকে ৭ জনের একটি দল তাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
এ ব্যাপারে মধু মিয়ার পরিবার কমলগঞ্জ থানায় দিলিপসহ কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে। পুলিশ তাদের আটকের চেষ্টা চালাচ্ছে।