বাস ড্রাইভারও জানেন কোহলিকে আউট করার উপায়!

Featured Image
PC Timer Logo
Main Logo

রঞ্জি ট্রফিতে ৬ রানে বোল্ড হওয়ার পর মাঠ ছাড়ছেন বিরাট কোহলি

হিমাংশু সাঙ্গওয়ান, খুব নামডাকওয়ালা কোনো ক্রিকেটার নন। ভারতের রেলওয়ে দলের হয়ে রঞ্জি ট্রফি খেলা এক ক্রিকেটারের খোঁজ কজনই বা রাখেন? কিন্তু বিরাট কোহলিকে রঞ্জি ট্রফিতে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে রাতারাতি পরিচিত হয়ে উঠেছেন পাঞ্জাব দলের এই ডানহাতি পেসার। মজার ব্যাপার হচ্ছে, কোহলিকে আউট করার টোটকা তিনি পেয়েছিলেন এক বাস ড্রাইভারের কাছ থেকে!

অফ স্টাম্পের বাইরের বলে কোহলির দুর্বলতা নতুন কিছু নয়। বিশ্ব ক্রিকেটে ওপেন সিক্রেট, ফোর্থ কিংবা ফিফথ স্টাম্পের বলে খোঁচা মেরে কিংবা শট খেলতে গিয়ে স্লিপ ফিল্ডার অথবা উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন ভারতের এই অন্যতম সেরা ব্যাটার। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও স্কট বোল্যান্ড-প্যাট কামিন্সদের বলে বারবার এভাবে আউট হয়েছেন কোহলি। সেই ব্যাপারটা মাথায় রেখেই রেলওয়ে টিম বাস ড্রাইভার কোহলিকে আউট করার টিপস দিয়েছিলেন হিমাংশুকে।

এ নিয়ে ২৯ বছর বয়সী হিমাংশু হিন্দুস্টান টাইমসকে শোনালেন এক মজার গল্প। তিনি বলেন, ‘ম্যাচের আগে শুনছিলাম বিরাট কোহলির সাথে রিশাভ প্যান্টও খেলবেন, যদি শেষ পর্যন খেলেননি। তবে এই ম্যাচ যে সরাসরি দেখানো হবে জানতাম না। মজার ব্যাপার হচ্ছে দলের সবাই আমাকে বলছিল, কোহলির উইকেটটা নাকি আমিই নেব। এমনকি আমাদের টিম বাসের ড্রাইভারও বলছিল ফোর্থ-ফিফথ স্টাম্প লাইনে বল করে কোহলিকে আউট করে দিতে। আমি কেবল নিজের শক্তির জায়গাটায় বিশ্বাস রেখেছিলাম।’

১২ বছর পর দিল্লির হয়ে খেলতে রঞ্জি ট্রফিতে ফিরেছিলেন কোহলি। দর্শকরা আড়ম্বরে বরণ করে নিয়েছিলেন তাদের ঘরের ছেলেকে। সাধারণত অল্প কিছু দর্শক থাকলেও সেই ম্যাচে ফিরোজ শাহ কোটলায় নেমেছিল দর্শকদের ঢল। বিক্রি হয়ে যায় ম্যাচের সব টিকেটও। কেবল কোহলি খেলবেন বলেই সেই ম্যাচ সরাসরি সম্প্রচার করে বিসিসিআই। সব আয়োজনে পানি ঢেলে দেন হিমাংশু। ফোর্থ স্টাম্পে পিচ করা দারুণ এক ইনসুইংগারে উপড়ে দেন কোহলির স্টাম্প। মাত্র ৬ রানে আউট হন কোহলি। যদিও ম্যাচটা ১৯ রান ও ইনিংস ব্যবধানে জিতে নেয় দিল্লি।

banglanewsbdhub/জেটি

বিরাট কোহলি
বিসিসিআই
রঞ্জি ট্রফি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।