ধর্ষণ-হত্যার হুমকি পেয়েছেন সাফজয়ী সুমাইয়া – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



নারী ফুটবলারদের বিদ্রোহ এখনো চলছেই। কোচ পিটার বাটলারের অধীনে কোনোভাবেই অনুশীলন করবেন না ১৮ ফুটবলার। বাটলার পদত্যাগ না করলে ফুটবল ছেড়ে দেবেন তারা। এমন কঠোর অবস্থানে যাওয়ার পর হত্যা-ধর্ষণের হুমকি পাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। নিজের ফেসবুক পেজেই বিষয়টি জানিয়েছেন তিনি।

সুমাইয়া ফেসবুকে লেখেন, ‘আমার নাম মাতসুশিমা সুমাইয়া। আমি বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়। ইংলিশ মিডিয়ামের ছাত্রী হিসেবে আন্তস্কুলে খেলা থেকে মালদ্বীপ সাফ জেতা পর্যন্ত যাত্রাটা আমার কাছে অম্ল-মধুর। এই পথ বেছে নেওয়ার পর আমার স্বপ্ন ছিল তরুণ অনুপ্রাণিত করা, যাদের বাবা-মায়েরা কেবল পড়াশোনাকেই গুরুত্ব দেন। আমি দেখাতে চেয়েছি, আবেগ ও নিবেদন থাকলে যেকোনো বাধাই পেরোনো সম্ভব। তবে আজ অনেকটা আফসোস হচ্ছে আমার। আমি এমন এক দেশকে সেবা দিতে শিক্ষা, পরিবার, ঈদ—সবকিছু বিসর্জন দিয়েছি; যেখানে এসব সংগ্রামের কোনো মূল্য-ই নেই।’

সুমাইয়া আরও লেখেন, ফুটবলে ক্যারিয়ার গড়তে আমাকে বাবা-মায়ের সঙ্গেও লড়তে হয়েছে, বিশ্বাস ছিল, আমার দেশকে অন্তত পাশে পাব; কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউই সত্যিকার অর্থে একজন অ্যাথলেটের মানসিক স্বাস্থ্যকে পরোয়া করে না। আমি এবং আমার সতীর্থদের কী পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে, সে সম্পর্কে (ইংরেজি চিঠিতে) ‍জানানোর ন্যূনতম সামর্থ্য আমার আছে। কিন্তু গত কয়েক দিনে, আমি অসংখ্য হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি। সেখানে এমনও শব্দ আছে, যা অকল্পনীয়ভাবে আমাকে বিধ্বস্ত করে দিচ্ছে। জানি না এই ট্রমা কাটিয়ে উঠতে আমার কতটা সময় লাগবে। এতটুকু জানি যে, নিজের স্বপ্নের পেছনে দৌড়ানো কাউকে এমন পরিস্থিতিতে পড়া কখনোই উচিত নয়।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো ফুটবলারদের অভিযোগগুলো ইংরেজিতে লেখেন সুমাইয়া। ২ ফেব্রুয়ারি বিশেষ কমিটির কাছে জবানবন্দিও দিয়েছেন তিনি।

  • ধর্ষণ-হত্যা
  • সাফজয়ী
  • সুমাইয়া
  • হুমকি
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।