ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৭
রাজশাহী: জেলার পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী মৌসুমী রহমানের স্বামী ওহিদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে মৌসুমী রহমানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের পুঠিয়া উপজেলা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে পুঠিয়ার পঁচামাড়িয়া বাজার থেকে ওহিদুর রহমানকে গ্রেফতার করা হয়।
জানা যায়, পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন। এরপর বেশ কয়েকটা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখনই গ্রেফতারের দাবি তোলা হয়। স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে পঁচামাড়িয়া বাজারে তার স্বামী ওহিদুরকে পিটুনি দেয়। পরে পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করেন। লিফলেট বিতরণ করার খবর পেয়ে মৌসুমীর বাড়িতে অভিযান চালায়ে তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এদিকে, বৈষমবিরোধী ছাত্রআন্দোলনের রাজশাহী জেলা শাখার যুগ্ম সম্পাদক শাফিন তার নিজস্ব ফেসবুকে দেওয়া স্ট্যাট্যাসে মৌসুমী রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন উপজেলা প্রশাসনকে।
মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের লিফলেট বিতরণ ও দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুঠিয়া উপজেলা চত্বর থেকে মিছিলটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুঠিয়া থানার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, মৌসুমীকে বাড়িতে পাওয়া যায়নি। সকালে স্থানীয় লোকজন তার স্বামী অহিদুরকে আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। অহিদুর আওয়ামী লীগ কিংবা সহযোগী কোনো সংগঠনের পদে নেই। তবে তিনি আওয়ামী লীগের কর্মী। মৌসুমীর বিরুদ্ধে নামীয় কোনো মামলা নেই।
তিনি আরও জানান, পাঁচ মাস আগে দায়ের হওয়া একটি নাশকতার মামলায় অহিদুরকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতেও পাঠানো হয়েছে। সেখান থেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অহিদুর মামলার এজাহারভুক্ত আসামি নন। ‘তদন্তে প্রাপ্ত’ আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে। মৌসুমী রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
বাংলানিউজবিডিহাব/এইচআই