আন্তর্জাতিক ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫২ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৮
সুইডেনের মধ্যাঞ্চলে বয়স্কদের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরের রিসবার্গস্কা স্কুলে এ ঘটনা ঘটে।
দেশটির পুলিশ প্রধান রবের্তো ইদ ফরেস্ট মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, হামলাকারী বন্দুকধারী ছিলেন একা এবং প্রাথমিক তদন্তে তার সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক আমরা পাইনি। আমাদের তদন্ত এগিয়ে চলছে এবং হামলাকারী সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছি।
তবে অপরাধীর উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আপাতত তার বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে এবং তার পরিচিতজনদের সন্ধানেরও চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশ প্রধান।
স্কুলের শিক্ষক মারিয়া পেগাডো (৫৪) রয়টার্সকে জানান, মঙ্গলবার দুপুরে খাবার বিরতির পর যখন তিনি ক্লাস নিচ্ছিলেন, সে সময় আচমকা তার শ্রেণিকক্ষের দরজা খুলে একজন বন্দুকধারী প্রবেশ করে এবং সবাইকে ক্লাস থেকে বের হয়ে যেতে বলে। সে সময় ক্লাসে ১৫ জন শিক্ষার্থী ছিলেন।
তিনি বলেন, আমি তাৎক্ষণিকভাবে তাদের সবাইকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে ছুটতে লাগলাম। সে সময় আমাদের লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয়েছিল, কিন্তু সেগুলো কারো গায়ে লাগেনি। তবে আমি স্কুলের মেইন গেটের কাছাকাছি গিয়ে দেখি বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পরে আছে।
স্থানীয় রেসকিউ সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন, অ্যাম্বুলেন্স, রেসকিউ সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে আছে। হামলাটি ক্যাম্পাস এলাকায় হয়েছিল যেখানে শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য বেশ কয়েকটি স্কুলও রয়েছে।
বাংলানিউজবিডিহাব/ইআ