তিতুমীর কলেজ প্রতিনিধি
৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৭
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সরকারি তিতুমীর কলেজ শাখার উপ-গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক বিজয় আহমেদ খালিদকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি বাঙলা কলেজ থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার এসআই মামুন।
তিনি বলেন, স্থানীয় জনগণ ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে আটক করে ৯৯৯-তে কল দেয়। পরবর্তীতে আমরা গিয়ে তাকে থানায় নিয়ে আসি। তিনি বর্তমানে জেল হেফাজতে আছেন।
জানা গেছে, খালিদের নামে মামলা আছে। তিনি বাঙলা কলেজে পরীক্ষা দিতে গেলে অন্য শিক্ষার্থীরা দেখতে পেয়ে আটকে রাখে। পরবর্তীতে পুলিশে সোপর্দ করে।
বাংলানিউজবিডিহাব/এমআর/এসএইচএস