বগুড়ায় আওয়ামী লীগ ও জাসদের কার্যালয় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রথমে শহরের টেম্পল সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে। কার্যালয়ের আসবাব ভাঙচুর ও পুড়িয়ে দেয়। এর পর পাশেই জাসদ (ইনু) কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া বগুড়া-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর শহরের শিববাটির বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্র-জনতা। সেখানেও ভাঙচুর করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
এদিকে বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানের বাবার বাড়ি সোনাতলার পাকুল্লায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। সেখানে আওয়ামী লীগ নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী সিদ্দিকুর রহমানের বাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া সোনাতলা উপজেলা আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।