খুলনায় ইয়াবা-জাল টাকাসহ আটক ২

Featured Image
PC Timer Logo
Main Logo

রোহিঙ্গা যুবকসহ আটক দুইজন। ছবি: বাংলানিউজবিডিহাব।

খুলনা: খুলনায় ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও জাল টাকাসহ তৌহিদুল করিম (২৫) ও ইমরান খান (৩১) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে কেএমপি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. কুতুব উদ্দিন। এর আগে সকালে মহানগরীর সোনাডাঙ্গায় নিউ বলেশ্বর পরিবহনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক তৌহিদুল করিম কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং ক্যাম্প-১ এর রোহিঙ্গা মোজার মিয়ার ছেলে ও ইমরান খান যশোর জেলার কেশবপুর থানার শ্রীফলা এলাকার মো. শহিদুল খানের ছেলে।

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও জাল টাকাসহ দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা, চারটি এক হাজার টাকার জাল নোট, দুটি মোবাইল ফোন ও একটি ভূয়া বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটক
ইয়াবা
খুলনা
জাল টাকা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।