ফারিণের ‘ফাতিমা’ এবার ওটিটিতে

Featured Image
PC Timer Logo
Main Logo

গেল বছরের ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ফাতিমা’। সিনেমাটি এবার আসছে ওটিটিতে। ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে।

সিনেমার নির্মাতা ধ্রুব হাসান গণমাধ্যমকে বলেন, “গত বছরই ওটিটিতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের প্রেক্ষাপটে ওটিটিতে ‘ফাতিমা’র মুক্তি পিছিয়ে যায়।”

এরমধ্যে দুইটি চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে ‘ফাতিমা’ সিনেমাটি। ঢাকা আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবেও এটি প্রদর্শিত হয়

‘ফাতিমা’সিনেমার নির্মাণ শুরু হয়েছিলো প্রায় আট বছর আগে। কাজ শুরু হওয়ার পর মাঝখানে দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমার কাজ। অনেক বাধা বিপত্তি পেরিয়ে নির্মাণ শেষ করেন নির্মাতা ধ্রুব হাসান। তখন সিনেমার নাম দেওয়া হয়েছি্লো ‘দাহকাল’। কিন্তু পরবর্তীতে এর নাম রাখা হয় ‘ফাতিমা’।

গত বছর ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায় ‘ফাতিমা’। ফারিণ ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই, তারিক আনাম খান, ইয়াশ রোহান, শাহেদ আলী সুজন, সুমিত সেনগুপ্ত প্রমুখ।

banglanewsbdhub/এজেডএস

তাসনিয়া ফারিণ
ফাতিমা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।