গণঅভ্যুত্থানে আহতদের বেসরকারি হাসপাতালের বিল চেয়েছে সরকার

Featured Image
PC Timer Logo
Main Logo

ঢাকা: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের বেসরকারি হাসপাতালের চিকিৎসা বিল চেয়েছে সরকার। তাদের চিকিৎসা  খরচের বিল জমা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল বা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয়ে চিকিৎসা বিল জমা দিতে পারবেন আহতরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সই করেন গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল এর দলনেতা (যুগ্মসচিব) মো. মশিউর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে আহত হয়ে যারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাদের আবেদন ও খরচের বিল গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে অথবা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কার্যালয়ে দাখিল করতে হবে। প্রাপ্ত বিলগুলো যাচাই-বাছাই করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় দাবিকৃত অর্থ পরিশোধ করা হবে।

আবেদন ফরম গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল এর ওয়েসাইটে (www.musc.portal.gov.bd) পাওয়া যাবে।

বাংলানিউজবিডিহাব/এমএইচ/এসআর

গণঅভ্যুত্থান
গণঅভ্যুত্থানে আহত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।