স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৩
ঢাকা: শীতের তীব্রতা কমেছে বেশ আগেই। বিশেষ করে রাজধানী ঢাকা শহরে গত এক সপ্তাহ ধরে শীতের অনুভূতি একেবারে কমেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে এ সপ্তাহের মাঝামাঝি সময়ে তাপমাত্রা আরও বাড়তে পারে। শনিবার (৮ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এসব বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সারাদেশে যে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছিল তা শনিবারও রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
একই পরিস্থিতি রোববারও (৯ ফেব্রুয়ারি) থাকতে পারে। তবে এদিন তাপমাত্রা বাড়বে। আবহাওয়া অফিস বলেছে, শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিন সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এদিকে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে দেশের ওপরে কোনো প্রভাব পড়বে না।
বাংলানিউজবিডিহাব/জেআর/ইআ