মহিলা আইপিএল ২০২৩ শুরু করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বা (বিসিসিআই)। বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চে শুরু করতে যাচ্ছে নারী আইপিএল 2023। এই প্রথমবার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড মেয়েদের আইপিএল খেলা।
যে কারণে মহিলা আইপিএল শুরু করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। যেহেতু আইপিএল টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হয়। সেহেতু সকল দেশের মহিলা খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে, এতে নারী ক্রিকেটের জনপ্রিয়তা বাড়বে।
বিসিসিআইয়ের তথ্য অনুসারে বিদেশি নারী ক্রিকেট খেলোয়ার প্রতি দলে ৬ জন করে থাকবে। অর্থাৎ একেকটি দলে ৬ জন করে বিদেশি মেয়ে খেলোয়াড় খেলবে।
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড এর তথ্য অনুসারে মোট ২২টি ম্যাচ হবে, প্রতিটি স্কোয়াডে ১৮ জন খেলোয়াড় থাকবে। বিদেশ থেকে প্রতিটি দলে সর্বোচ্চ ছয়জন খেলতে পারবেন।
ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড এখনো কোনো দলের স্কোয়াড ঘোষণা করেনি। তবে আগামী বছর ২০২৩ সালে মহিলা আইপিএল শুরু হবে মার্চ মাসের প্রথম দিকে।
মহিলা আইপিএল 2023 ভেন্যুতে যে সকল দল অংশগ্রহণ করবে তাদের নাম হল;
- আহমেদাবাদ,
- বেঙ্গালুরু,
- চেন্নাই,
- দিল্লি,
- কলকাতা এবং
- মুম্বাই
আরো পড়ুনঃ
- মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২২
- নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ সময় সূচি
- নারী এশিয়া কাপ ২০২২ সময়সূচি ক্রিকেট
আশা করি, এই খবরটি সকল মহিলা ক্রিকেট প্রেমীদের জন্য অত্যন্ত সুসংবাদ। কারণ অনেক মহিলা ক্রিকেটে আছেন, যারা জাতীয় দলের জন্য প্রস্তুতি নিয়েও এখনো চান্স পায় নি। অবশ্য তারা এই সুযোগ হাত ছাড়া করবে না। তাদেরকে মেয়েদের আইপিএল ২০২৩ এ অবশ্য দেখা যেতে পারে। পোস্টটি শেয়ার করে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিন এই খবরটি।
মহিলা আইপিএল 2023 নিয়ে গুরুত্বপূর্ন কিছু প্রশ্নঃ
[sc_fs_multi_faq headline-0=”h2″ question-0=”মহিলা আইপিএল ২০২৩ কবে হবে?” answer-0=”মহিলা আইপিএল হবে ২০২৩ সালের মার্চ মাসে।” image-0=”” headline-1=”h2″ question-1=”মহিলা আইপিএলে কত জন বিদেশি খেলোয়াড় থাকবে?” answer-1=”ছয়জন বিদেশী খেলোয়াড় থাকবে প্রতি দলে।” image-1=”” headline-2=”h2″ question-2=”মহিলা আইপিএলে কতটি দল খেলবে?” answer-2=”মহিলা আইপিএলে ছয়টি দল খেলবে, দলগুলো হলো (১) আহমেদাবাদ, (২) বেঙ্গালুরু, (৩) চেন্নাই, (৪) দিল্লি, (৫) কলকাতা এবং (৬) মুম্বাই।” image-2=”” headline-3=”h2″ question-3=”বিসিসিআই কেন মহিলা আইপিএল চালু করতে যাচ্ছে?” answer-3=”নারী ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে। ” image-3=”” headline-4=”h2″ question-4=”মহিলা আইপিএলে ২০২৩ এ কতটি ম্যাচ হবে?” answer-4=”প্রথম মহিলা আইপিএলে মোট ২২টি ম্যাচ হবে। ” image-4=”” headline-5=”h2″ question-5=”প্রতিটি স্কোয়াডে কত জন খেলোয়াড় থাকবে?” answer-5=”প্রতিটি স্কোয়াডে ১৮ জন খেলোয়াড় থাকবে।” image-5=”” count=”6″ html=”true” css_class=””]