স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৯ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩৬
সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া নওগাঁ জেলার শিক্ষার্থীদের নিয়ে গড়া তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনটির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দিনব্যাপী এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে নবীন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়া, একটি সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের সদস্যরা সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ. এসএম আফসারুজ্জামান (এফআরইএস)। আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলী যাঁরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করে। নবীন শিক্ষার্থীরাও শিক্ষাজীবনের পথচলায় দিকনির্দেশনা ও অনুপ্রেরণা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি নিশাত ইয়াসমিন বলেন , ‘আমি আশাবাদী নতুন কমিটি একটি সফল কমিটি হিসেবে আত্মপ্রকাশ করবে এবং সংগঠনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটিকে সামনে রেখে কার্যক্রম পরিচালনা করবে, নওগাঁ থেকে আগত সকল ছাত্র-ছাত্রীর সার্বিক কল্যাণে এবং সাহায্য সহযোগিতায় আমাদের সংগঠন সবসময় কাজ করে যাবে।’
তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিন বলেন, ‘তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্র কল্যাণ পরিষদ কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের পরিবারের মতো। এখানে আমরা একে অপরের পাশে থেকে সহায়তা করি, একসঙ্গে শেখার ও এগিয়ে যাওয়ার সুযোগ পাই। নতুনদের স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা চাই, সবাই যেন ঐক্যবদ্ধ থাকে এবং সংগঠনের ঐতিহ্য ধরে রাখে।’
তিনি আরো বলেন, শিক্ষাক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি আমাদের লক্ষ্য একে অপরের প্রতি সহমর্মিতা ও বন্ধুত্বের পরিবেশ তৈরি করা। নবীন শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও পরামর্শের জন্য সংগঠন সবসময় তাদের পাশে থাকবে।
বাংলানিউজবিডিহাব/এসএইচএস
তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্র কল্যাণ পরিষদ
সরকারি তিতুমীর কলেজ