স্পেশাল করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৮ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৬
ঢাকা: প্রাথমিকে তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্তদের নিয়োগের দাবিতে আন্দোলনরতদের উপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এর সই করা এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে শিক্ষকদের উপর হামলাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবিলম্বে নিয়োগ দেয়ারও দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়,প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তৃতীয় ধাপে ঢাকা ও চট্রগ্রাম বিভাগের ৬ হাজারের অধিক শিক্ষকদের নিয়োগের দাবিতে অবস্থান চলাকালে পুলিশ আন্দোলনকারীদের উপর যে হামলা চালিয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়। আন্দোলনকারীদের উপর প্রথমে লাঠিচার্জ এবং পরবর্তীতে জলকামান ও সাউণ্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। মুহুর্তেই রণক্ষেত্র হয়ে পড়ে গোটা শাহবাগ এলাকা। অনেকেই আহত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই-আগষ্টের অভ্যুত্থানের পর দেশের মানুষ আশা করেছিল যে, ন্যায্য আন্দোলনে পুলিশ ও রাষ্ট্রীয় বাহিনীর ব্যবহার বন্ধ হবে এবং এই দমন পীড়ন করে মানুষের কণ্ঠকে রুদ্ধ করা হবে না। কিন্তু হচ্ছে এর উল্টোটা। এর আগেও এ সরকারের সময়ে শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে। কোন ঘটনারই বিচার হয়নি। আজও আবার হল। সরকারের এই দ্বিমুখী নীতির তীব্র নিন্দা জানায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বাংলানিউজবিডিহাব/এএইচএইচ/আরএস