মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই গ্রুপ। এতে মোশারফ হোসেন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৮ জন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে হরিণাকুন্ডুর হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন ওই এলাকার খবির মন্ডলের ছেলে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের দবির মন্ডল ও তার ভাই খবির মন্ডলের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের মহিন, বকুল ও সাঈদের সমর্থকদের বিরোধ চলে আসছিল। এরই মধ্যে সোমবার সন্ধ্যায় গ্রামে ওয়াজ মাহফিল আয়োজন নিয়ে মিটিংয়ে দু্ই পক্ষের মধ্যে তর্ক হয়। এর জেরে মঙ্গলবার সকালে দবির ও মোশাররফ গ্রামের মাঠে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। হামলার পর সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষে জড়িয়ে পড়া দু্ই পক্ষই স্থানীয়ভাবে বিএনপির রাজনীতিতে জড়িত।

এদিকে সংঘর্ষ চলাকালে দু’পক্ষের অন্তত ৮/১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

হরিণাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান জানান, সংঘর্ষের ঘটনায় মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হলে, হাসপাতালে তিনি মারা যান। ইতোমধ্যে মাহিন নামের একজনকে আমরা হেফাজতে নিয়েছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

  • নিহত
  • বিএনপি
  • মাহফিল
  • সংঘংর্ষ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।