স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:২১
ঢাকা: নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে বুধবার (১২ ফেব্রুয়ারি) দেশের ছয় জেলায় সমাবেশ করবে বিএনপি।
জেলাগুলোর মধ্যে রয়েছে— খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ এবং পটুখালী। ঢাকার বাইরে এসব সমাবেশ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
খুলনা জেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, লালমনিরহাটে গয়েশ্বর চন্দ্র রায়, সিরাজগঞ্জে নজরুল ইসলাম খান, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুনামগঞ্জ জেলায় চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এবং পটুয়াখালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকাবেন সৈয়দ মোয়াজ্জেম হোসেল আলাল।
একই দাবিতে আগামী ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২২ ও ২৩ ফেব্রুয়ারি দেশের বাকি জেলাগুলোতে সমাবেশ করবে বিএনপি। এসব সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। ২৩ ফেব্রুয়ারি মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনার তীরের আরিচাঘাটে কৃষক দলের মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বাংলানিউজবিডিহাব/এজেড/পিটিএম