পিকনিক থেকে থানায় তুলে নেওয়া হলো ই-ক্যাবের রাকিবকে

Featured Image
PC Timer Logo
Main Logo

কেনাকাটা বিডির সিইও মোহাম্মদ রাকিব হাসান। ছবি: সংগৃহীত

ঢাকা: পূবাইলে পিকনিক থেকে থানায় তুলে নেওয়া হয়েছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের সদস্য ও কেনাকাটা বিডির সিইও মোহাম্মদ রাকিব হাসানকে। বর্তমানে পূবাইল থানায় তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে তাকে আটক করা হয়নি বলে জানিয়েছে পূবাইল থানা পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার পূবাইলের একটি রিসোর্টে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে ‘ই-কমার্স ইনোভেটরস অব বাংলাদেশ’র উদ্যোগে একটি ফ্যামিলি ডে’র আয়োজন করা হয়। সেখান থেকেই রাকিবকে থানায় নিয়ে যাওয়া হয়। পিকনিকে অংশ নেওয়া উদ্যোক্তা, তাদের পরিবার ও শিশুরা বর্তমানে থানার সামনে অপেক্ষা করছেন।

নাম প্রকাশ না করার শর্তে পিকনিকে অংশ নেওয়া একজন বাংলানিউজবিডিহাবকে বলেন, ‘ই-ক্যাবের রাকিব ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে একটি পিকনিক করেছে। সেখান থেকে কেনাকাটা বিডির মো. রাকিব হাসানকে পুলিশ উঠিয়ে নিয়েছে। কেউ নাম দিয়েছে ওর। আমার জানা মতে, ও এ ধরনের ছেলে না। ৫০ জনের মতো লোকজন ছিল। তাদের মধ্য থেকে রাকিবকে থানায় উঠিয়ে নিয়ে গেছে। যারা পিকনিকে গিয়েছিল, তারা থানার বাইরে অপেক্ষা করছেন। সেখানে শিশুরাও আছে। তারা খুব উৎকণ্ঠায় রয়েছে।’

জানতে চাইলে পূবাইল থানার ওসি (ডিবি) শাহীন খান বাংলানিউজবিডিহাবকে বলেন, ‘রাকিব হাসানকে আটক করা হয়নি। উনার সঙ্গে আমরা কথোপকথন করছি। উনার বিরুদ্ধে একটি তথ্য পাওয়া গেছে। সে সম্পর্কে জানতে চাচ্ছি। আমরা দ্রুত বিষয়টি শেষ করার চেষ্টা করছি।’

বাংলানিউজবিডিহাব/ইএইচটি/পিটিএম

ই-ক্যাব
টপ নিউজ
থানা
রাকিব

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।