নোয়াখালীতে আ.লীগের নেতাসহ গ্রেফতার ৯

Featured Image
PC Timer Logo
Main Logo

রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নোয়াখালী: নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অপারেশন ডেভিল হান্টে অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের নেতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯টি উপজেলায় অভিযান চালিয়ে আসছে যৌথবাহিনী। তার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সুধারাম থানা থেকে তিন জন, হাতিয়া থানা থেকে এক জন, বেগমগঞ্জ থানা থেকে এক জন, চাটখিল থানা থেকে দুই জন এবং চরজব্বর থানা থেকে যৌথবাহিনী দুই জনকে গ্রেফতার করে। এ অভিযান পরিচালনা করছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ।

গ্রেফতাররা হলেন- সুধারাম মডেল থানার নেওয়াজপুর ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য ফখরু উদ্দিন মঞ্জু (৪৭), অশ্বদিয়া ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি মো. কামাল হোসেন (৩৮), আন্ডারচর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. রফিক উল্যাহ (৬০), হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নুর হাদী (৪৫), বেগগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের যুবলীগের সদস্য মনির হোসেন মঞ্জু (৩৩), চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন (৪৪), খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম জিহাদ (২৪), চরজব্বর থানার আওয়ামী লীগের নেতা মো. আবুল কালাম শফি চৌধুরী (৬০) ও তার স্ত্রী বিবি হাছিনা (৪০)।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, গ্রেফতার ৯ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে। অপরাধীদের গ্রেফতারে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলানিউজবিডিহাব/ইআ

অপারেশন ডেভিল হান্ট
নোয়াখালী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।