বিমান টিকিটের দাম বাড়ায় মালয়েশিয়া প্রবাসীদের প্রতিবাদ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo

[ad_1]



বর্তমান অন্তর্বর্তী সরকার বিমান টিকিটের সিন্ডিকেট, অভিবাসী কর্মী প্রেরণে সিন্ডিকেট নিয়ে কর্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়া প্রবাসীরা।

এসব সিন্ডিকেট নির্মূলে পদক্ষেপ নিতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলন করেছে প্রবাসী অধিকার পরিষদের মালয়েশিয়া শাখার মহানগর কমিটি।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, অতীতেও দেখেছি বর্তমানেও দেখছি; যে সরকারই ক্ষমতায় আসুক না কেন প্রবাসীদের জন্য দৃশ্যমান তেমন কোনো ভালো পরিবর্তন আনে না। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা তিনিও একজন প্রবাসী ছিলেন, তাই প্রবাসীদের চাওয়া পাওয়া পূরণে তিনি দক্ষতার পরিচয় দেবেন বলে প্রত্যাশা করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, ঢাকা কুয়ালালামপুর রুটে বিমান ভাড়া মাত্রাতিরিক্ত, একই দূরত্বের অন্য দেশ থেকে কুয়ালালামপুর যাওয়ার টিকিটের দাম ১০ থেকে ১৫ হাজার অথচ ঢাকা রুটে এর দাম ৪০ থেকে ৪৫ হাজার। সরকারের বেঁধে দেওয়া দামে টিকিট বিক্রি করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। এ সময় সিন্ডিকেটমুক্ত শ্রমবাজার সম্প্রসারণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন নেতারা। অতীতের মতো শ্রমবাজারে আর সিন্ডিকেট দেখতে চায় না মালয়েশিয়া প্রবাসীরা বলে জানান তারা।

এতে সভাপতিত্ব ও প্রেস বিজ্ঞপ্তি পড়ে শোনান, কুয়ালালামপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন ও সংবাদ সম্মেলন পরিচালনা করেন কমিটির সহসভাপতি মামুন মিয়া।

যৌক্তিক দাবি তুলে ধরেন সংগঠনটির সহসাধারণ সম্পাদক আবদুল আওয়াল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া কার্যনির্বাহী কমিটি সভাপতি মো. শাহজান মিটু, কমিটির সিনিয়র সহসভাপতি আমির হোসেন, কমিটির সাধারণ সম্পাদক এইচ এম হাসানসহ আশিকুর রহমান, আল শাহরিয়ার, মারুফসহ অনেকেই।

বিমান টিকিটের সিন্ডিকেটের লাগাম ধরে টানতে না পারলে রেমিট্যান্স শাটডাউনেরও ঘোষণা দেন প্রবাসীরা।

  • দাম
  • প্রতিবাদ
  • বিমান টিকিট
  • মালয়েশিয়া প্রবাসী
  • [ad_2]

    মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।