শিক্ষার্থীদের তোপের মুখে বন্ধ হলো ঢাবি ছাত্রফ্রন্টের মাইক

Featured Image
PC Timer Logo
Main Logo

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চার দশক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। ছবি: বাংলানিউজবিডিহাব

ঢাবি: সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চার দশক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উচ্চস্বরে মাইক বাজানোর অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থীরা মাইক বন্ধ করার দাবি তুললে তোপের মুখে মাইক বন্ধ করে দিয়েছেন ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ ঘটনা ঘটে।

সরজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ২৬টি মাইক লাগিয়ে উচ্চস্বরে অনুষ্ঠান করছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এতে, কেন্দ্রীয় লাইব্রেরি, রোকেয়া হল ও রাজু ভাস্কর্যের নিকটস্থ হলগুলোতে পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলেন না বলে অভিযোগ করেছেন। এতে বাধ্য হয়ে শিক্ষার্থীরা ছাত্রফ্রন্টের অনুষ্ঠানে মাইক বাজাতে নিষেধ করেন। কিন্তু শিক্ষার্থীদের কথা না শুনলে সবাই একত্রিত হলে তোপের মুখে মাইক বন্ধ করে দিয়েছেন ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বাংলানিউজবিডিহাবকে বলেন, ‘সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টকে আমরা কোনো লিখিত অনুমতি দিইনি। বই মেলার কারণে এখানে অনেক মানুষ আসবে। এমন একটা গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশ করতে দেওয়া যায় না। তারা আমাদের কথা দিয়েছে ১টার দিকে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শাহবাগের দিকে স্থানান্তর করবে। এরপরেও তারা এখানে সমাবেশে চালিয়ে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সঙ্গে কথা বলবে।’

বাংলানিউজবিডিহাব/এআইএন/এমপি

জাতীয় সমাজতান্ত্রিক দল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।