‘জুলাই শহিদদের স্বপ্ন বাস্তবায়নে জামায়াতের আপসহীন লড়াই চলবে’

Featured Image
PC Timer Logo
Main Logo

নরসিংদীর জনসভায় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ছবি: বাংলানিউজবিডিহাব।

নরসিংদী: বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে সকল সন্তানেরা জাতিকে দায়বদ্ধ করে চলে গিয়েছে— তাদের কথা দিচ্ছি তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জামায়াতের আপসহীন সংগ্রাম চলবে।

তিনি শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির বলেন, ‘বাংলাদেশে অশ্যই নির্বাচন হতে হবে। তবে, যেন তেন মার্কা নির্বাচন এই জাতি চায় না। যেই নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব চলবে না, আমরা এমন নির্বাচন চাই। অতিতে যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, জনগণের টাকায় কেনা বুলেটে জনগনের বুকে বিদ্ধ করেছে তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না।’

আগামী নির্বাচনে প্রবাশীদের ভোটাধিকার বাস্তবায়নের ব্যবস্থাও চান জামায়াতের আমির।

জামায়াতের নরসিংদী জেলা শাখার আমির মাওলানা মোছলেহুদ্দীনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহকারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ ফ ম আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল মান্নান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার ও জেলা শাখার সেক্রেটারি আমজাদ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সট: ডা. সফিকুর রহমান, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বাংলানিউজবিডিহাব/এসআর

জামায়াত
জামায়াতে ইসলামের আমির
জুলাই শহিদ
ডা. শফিকুর রহমান
নরসিংদী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।