খুলনায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১৮

Featured Image
PC Timer Logo
Main Logo

প্রতীকী ছবি।

খুলনা: গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে খুলনা মহানগরীতে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) খুলনা মেট্রোপলিটন পুলিশ এ তথ্য জানিয়েছে।

গ্রেফতার ১৮ জন হলেন- আড়ংঘাটা গাইকুড় ঝাউতলার মো. রানা চৌধুরী (৩৯), নগরীর বাগমারা এলাকার রফিকুল ইসলাম পলাশ (৪০), নগরীর হাজী মহাসিন রোডের বেল্লাল হোসেন (৬০), নগরীর মিয়াপাড়া এলাকার হাবিবুবর রহমান মিনা (৭৫), নগরীর মিয়াপাড়ার লতিফুন্নেছা (৬৫), নগরীর রুপসাঘাট এলাকার মো. রেজাউল করিম, বানিয়াখামার এলাকার মো. রফিক (৩৮), লবণচরা সাচিবুনিয়া সরদার বাড়ি এলাকার নারায়ন চন্দ্র সরকার (৬০), বয়রা বাজার এলাকার শেখ আরিফউল্লাহ (৬০), শেখপাড়া লোহাপট্টি এলাকার মো. এস. এম. পান্না সরদার (৩৭), দৌলতপুর আঞ্জুমান রোডের মো. সোহাগ ফরাজী (৩২), আঞ্জুমান রোডের মো. শুকুর আলী (২৬), নগরীর মোহাম্মদনগর তকিম সড়কের মারুফ আহম্মেদ সুজন (২২), আড়ংঘাটা গাইকুড়ের মো. সোহাগ শেখ (৪২), শিরোমণি পশ্চিম পাড়ার শেখ সামছুর রহমান (৫০), খালিশপুর নিউজপ্রিন্ট গেটের মোস্তফা শিকদার মোস্ত বাউল (৫৩), খালিশপুর পিপলস কলোনির মরিয়ম বেগম (৫২) ও আলতাপগোল লেনের সোহাগ দেওয়ান (৪১)।

এদিন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) আহসান হাবিব জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। খুলনা মহানগরীর অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকাণ্ডসহ অন্যান্য অপরাধে জড়িত কুখ্যাত আসামিদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়।

বাংলানিউজবিডিহাব/পিটিএম

অপারেশন ডেভিল হান্ট
খুলনা
গ্রেফতার
টপ নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।