ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৭ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৭
জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য খোকনেশ্বর ত্রিপুরাকে গ্রেফতার করেছে পুলিশ
খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য খোকনেশ্বর ত্রিপুরাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শহরের গোলাবাড়ি এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা।
তিনি বলেন, খোকনেশ্বর একাধিক মামলার আসামি। তাকে আগামীকাল আদালতে তোলা হবে।
বাংলানিউজবিডিহাব/এইচআই