স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৫
প্রধান উপদেষ্টার সঙ্গে সাফ জয়ী নারী ফুটবল দল
নেপালকে হারিয়ে টানা দুইবার নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা বাংলাদেশ নারী ফুটবল দল মনোনীত হয়েছে এবারের একুশে পদকের জন্য। ব্যক্তির বাইরে একমাত্র সংগঠন হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই পদক পেতে যাচ্ছেন সাবিনা খাতুনরা। তবে বিপত্তি বাধে কয়জনকে দেয়া হবে এই স্বীকৃতি, তা নিয়ে। সংস্কৃতি মন্ত্রণালয় চেয়েছিল ফাইনালের সেরা একাদশে থাকা ফুটবলারদের এই পুরস্কার দিতে। তবে বাফুফের পক্ষ থেকে পাঠানো হয় ফুটবলার, কোচিং ও সাপোর্ট স্টাফ সহ মোট ৩২ জনের নাম।
দলের সবার হাতে এই পুরস্কার তুলে দিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে চলতে থাকে বাফুফের চিঠি চালাচালি। এরপরই খুলে যায় স্কোয়াডের সবার স্বীকৃতি পাওয়ার দুয়ার। আজ (মঙ্গলবার) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল মালেকের স্বাক্ষরিত প্রজ্ঞাপণে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে পদক গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
একুশে পদক দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কাছ থেকে পদক গ্রহণ করতে অধিনায়ক ও একজন বিকল্প খেলোয়াড়ের নাম চাওয়া হয়েছে সেই প্রজ্ঞাপনে।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘দলের পক্ষে একজন মঞ্চে প্রধান উপদেষ্টার নিকট হতে পদক গ্রহণের জন্য সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন ২০২৪ এর দলনেতার নাম ও একজন বিকল্প খেলোয়াড়ের নাম’ সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি। দলের বাকিরা মঞ্চে উঠতে পারবেন না, তবে পুরো দলই আমন্ত্রিত একুশে পদকের অনুষ্ঠানে।’
নারী সাফের গত দুই আসরের শিরোপা জেতার মিশনে বাংলাদেশের নেতৃত্বে ছিলেন সাবিনা খাতুন। দুইবারই ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল নেপাল। তাই একুশে পদক নিতে দলের প্রতিনিধি হিসেবে সাবিনা থাকছেন, তার সঙ্গী হিসেবে সহ অধিনায়ক মারিয়া মান্দার নাম পাঠিয়েছে বাফুফে।
banglanewsbdhub/জেটি
একুশে পদক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
বাফুফে
বাংলাদেশী নারী ফুটবল দল
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
সাবিনা খাতুন