কেন্দ্রীয় কারাগারে বন্দির ঢামেকে মৃত্যু

Featured Image
PC Timer Logo
Main Logo

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রনি (১৯) নামে এক চুরির মামলার আসামি ঢাকা মেডিকেলে মারা গেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কারারক্ষিরা মুমূর্ষু অবস্থায় ওই আসামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারা সূত্রে জানা যায়, মৃত রনির বাসা ওয়ারী ধোলাইখাল এলাকায়। যাত্রাবাড়ি থানার চুরির মামলার আসামি ছিল। তার হাজতি নম্বর ৩১৭/২৫। চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছিল সে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

বাংলানিউজবিডিহাব/এসএসআর/এইচআই

অসুস্থ বন্দির ঢামেকে মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে বন্দি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
বন্দির মৃত্যু

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।