ঝিনাইদহের সাবেক এমপি মিয়াজী গ্রেপ্তার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে যশোর থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রুদ্রপুর এলাকার শ্যামল ছায়া পার্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে যশোর সদর উপজেলার রুদ্রপুর গ্রামের শ্যামল ছায়া পার্কে তাকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় ছাত্র-জনতা।

এরপর রাত ১০টার দিকে ওই পার্কের ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশকিছু নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অবস্থান নেন। পরে সেখানে যৌথবাহিনী গিয়ে সালাহউদ্দিন মিয়াজীকে আটক করে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন মিয়াজী। এর আগে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত শেখ হাসিনার সামরিক সচিবের দায়িত্ব পালন করেন তিনি।

  • গ্রেপ্তার
  • ঝিনাইদহ
  • মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী
  • সাবেক এমপি
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।