স্টাফ করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৬ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩০
ঢাকা: রাজধানীর উত্তরায় ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের একটি বাসা থেকে ওয়াং বু নামের (৩৭) এক চীনা নাগরিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ৬৩ নম্বর বাসার একটি রুমে সহকর্মীদের সঙ্গে বসবাস করতেন ওয়াং বু। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে পালিয়ে গেছেন তার সহকর্মীরা।
নিহত চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে ওই বাসায় এক মাস আগে ভাড়ায় উঠেন। তিনি বাংলাদেশে ৯ বছর ধরে পার্টনারে পাথরের ব্যবসা করতেন।
তিনি জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বাংলানিউজবিডিহাব/এমএইচ/আরএস