প্রাইভেট কারে এসে ৬ দোকান-বাসায় ডাকাতি – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



রাজধানীর মিরপুর ১০ নম্বরের বেনারসি পল্লী এলাকায় ছয়টি দোকান ও বাসায় দুর্ধর্ষ ডাকাতি করেছে একটি চক্র। শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম। পুলিশ জানিয়েছে, মিরপুর ১০ নম্বরের বেনারসি পল্লীতে কয়েকটি দোকানে লুট হয়েছে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আশেপাশের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষ্যদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। এদিকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোররাত ৪টা ২০ মিনিটে একটি প্রাইভেট কার থেকে তিন ব্যক্তি নেমে ‘মা মনি’ স্টোর নামে একটি মুদি দোকানের সামনে নামে। তালা কেটে তারা দোকানের সামনে থেকে সরে যায়। কয়েক মিনিট পর এসে শাটার খুলে নগদ টাকা ও দোকানের মালপত্র লুট করে তারা চলে যায়। একই কৌশলে পাশের তিনটি দোকান ও দুটি বাসায় ডাকাতি চালায় চক্রটি।
ভুক্তভোগী ‘মা মনি’ স্টোরের মালিক আরমান হোসেন বলেন, ‘সকালে এসে দেখি শাটার লাগানো, কিন্তু তালা ভাঙা। ক্যাশ বাক্স ও মালামাল উধাও।

পাঞ্জাবির দোকান মালিক আরিফুল ইসলাম ও সালমান বিরিয়ানি হাউসের মালিক রুবেল মিয়াও একই অভিযোগ করেছেন। একই কৌশলে কাছাকাছি তিনটি দোকানে ডাকাতি করেছে একই চক্র। ভোর ৫টা পর্যন্ত চলে চক্রের অভিযান। এ ছাড়া ওই এলাকার আরো দুটি বাসায় একই সময় ডাকাতির ঘটনা ঘটেছে।

আরেক দোকানি রুবেল মিয়া বলেন, দোকানে ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ এসে আলামত সংগ্রহ করেছে।
তিনি আরো বলেন, ২৮ বছর ধরে একই ঠিকানায় দোকান করছি। এই ধরনের দুর্ধর্ষ ঘটনা কখনো ঘটেনি। নগদ টাকাসহ দেড় লাখ টাকার মালপত্র নিয়ে গেছে। দোকানের সামনের একটি ভবনের দোতলায় আমার বাসা। রাত সোয়া ১২টার দিকে দোকান বন্ধ করে গিয়েছিলাম। যে কায়দায় দোকানে চুরি করেছে তা অবিশ্বাস্য। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। জড়িতরা শনাক্ত হোক। প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করুক।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পায়ে কেডস, পরনে সবুজ স্যুট পরিহিত এক ব্যক্তি আশপাশে তাকাচ্ছেন। তার অন্য দুই সঙ্গী দোকান থেকে মালপত্র লুট করে নিয়ে আসেন। এ সময় তাদের হাতে ছিল ধারালো অস্ত্র।

  • ডাকাতি
  • দোকান-বাসা
  • মিরপুর
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।