হামলার শিকার দিতি-সোহেল চৌধুরীকন্যা লামিয়া

Featured Image
PC Timer Logo
Main Logo

লামিয়া চৌধুরী

হামলার শিকার হয়েছেন প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। তিনি দাবি করেন, জমিসংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে প্রায় ৪০জন তাকে আক্রমণ করেন। প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন লামিয়া চৌধুরী।

শনিবার দুপুরে লামিয়া ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভে আসেন। সেই সাথে একাধিক পোস্টও করেছেন তিনি।

লামিয়ার একটি ফেসবুক লাইভে দেখা যায়, উঠানের মতো জায়গায় বেশ জটলা। লামিয়ার কণ্ঠে এসময় শোনা যায়, ‘আমাদের গায়ে ইট মারতেছিলো। আমি পড়ে গেছি।’ এসময় বেশকিছু উত্তেজিত মানুষকে দেখা যায়।

এরপর আরেকটি ভিডিও পোস্ট করেন লামিয়া। এসময় তার পায়ে আঘাত পাওয়ার বিষয়টি সামনে আনেন। একজনকে দেখা যায়, আঘাত পাওয়া লামিয়ার পায়ে বরফ ধরে আছেন। এসময় কাঁদতে দেখা যায় লামিয়াকে।

এরপরের আরেকটি ভিডিওতে লামিয়াকে দেখা যায় প্রাইভেট কারের ভেতর বসে আসেন। গাড়ির সামনের কাঁচ ভাঙা। সামনে বেশ কিছু মানুষের জটলাও দেখা যায় এসময়। লামিয়া এসময় তার ডান পা দেখিয়ে বলেন, তার পা ভেঙে ফেলেছে ওরা।

লামিয়া বলেন, ‘আমার বাবা ও মা মারা গেছেন অনেকদিন হলো। এরপর একেবারেই একা হয়ে পড়েছি। এ সুযোগে জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয়। পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে পালিয়ে ঢাকায় ফিরেছি।’

এরপর আরো কয়েকটি স্ট্যাটাস দেন লামিয়া। একটি স্ট্যাটাসে তিনি লিখেন, “আমার সাথে কেউ কি নাই? আমার বাবা মা মারা গেছে বলে আমার পাশে কেউ কি নাই? কেউ নাই নাই…”।

banglanewsbdhub/এজেডএস

দিতি
লামিয়া চৌধুরী
সোহেল চৌধুরী
হামলার শিকার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।