হামলাকারীদের ছবি দেখালেন লামিয়া – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



সোনারগাঁ বিএনপির নেতাকর্মীদের নিয়ে লামিয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে তার মামির বিরুদ্ধে। প্রয়াত অভিনেত্রী দিতির বসতবাড়ি নিয়ে ভাই-বোনের দ্বন্দ্বের জেরেই তার মেয়ের ওপর এই হামলা। শনিবার (২২ ফেব্রুয়ারি) শনিবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও দিতির মেয়ে লামিয়া চৌধুরী এসব অভিযোগ করেছেন।

জানা গেছে, সোনারগাঁ পৌরসভা এলাকায় অভিনেত্রী দিতিদের বসতবাড়ি। সেখানে তার ভাই ও বোনরা বসবাস করেন। তাদের বসতবাড়ি ও আশপাশের সম্পত্তি নিয়ে দিতির সঙ্গে তার ভাই টিপুর বেশ কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলছিল। দিতির ভাই টিপুর মৃত্যুর পর তার স্ত্রী প্রীতি কয়েক দফা জমি দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে টিপুর স্ত্রী স্থানীয় বিএনপির ১০-১২ জন নেতাকর্মীকে নিয়ে ফের জমি দখলের চেষ্টা চালান। সেসময় দিতির আরেক ভাই আনোয়ার, বোন ও তার মেয়ে লামিয়া বাধা দেন। এ সময় দখলদাররা লামিয়ার গাড়িতে হামলা চালিয়ে কাচ ভেঙে ফেলে। একপর্যায়ে ধস্তাধস্তিতে লামিয়ার পায়ে ইটের আঘাত লাগে।

বিকেলে সংবাদ সম্মেলনে নিজের ওপর হামলাকারীদের ছবি দেখান লামিয়া। তাদের পরিচয় না জানলেও এই ব্যক্তিরা তার ওপর হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

বিএনপি নেতাকর্মীদের দ্বারা হামলার সত্যতা জানতে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ঘটনা জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম জানান, আমি হামলার ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। হামলার ঘটনায় ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি।

  • ছবি
  • লামিয়া
  • হামলাকারী
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।